ঢাকা, শনিবার, ৯ কার্তিক ১৪৩২, ২৫ অক্টোবর ২০২৫, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

নবগঠিত কমিটি শ্রমিক লীগ নেতাকে জানালো ফুলেল শুভেচ্ছা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৯, সেপ্টেম্বর ১৯, ২০১৬
নবগঠিত কমিটি শ্রমিক লীগ নেতাকে জানালো ফুলেল শুভেচ্ছা

বগুড়া: বগুড়ার কাহালু পৌর জাতীয় শ্রমিক লীগের নবগঠিত কমিটির পক্ষ থেকে জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামসুদ্দিন শেখ হেলালকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে।
 
সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে এ শুভেচ্ছা জানানো হয়।

 
 
এ সময় জেলা শ্রমিক লীগের শ্রম বিষয়ক সম্পাদক জাকিউল হাসান স্বপন, জেলা শ্রমিক লীগ নেতা আব্দুল্লাহ আল মামুন মিলু, শহর শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক আনন্দ কুমার দাস, কাহালু থানা শ্রমিক লীগের সভাপতি বাদশা আকন্দ, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, সাংগঠনিক নয়ন, পৌর শ্রমিক লীগের আহ্বায়ক সুমন সরদার, যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম, মিঠু আকন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৬
এমবিএইচ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।