ঢাকা, সোমবার, ১১ কার্তিক ১৪৩২, ২৭ অক্টোবর ২০২৫, ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

জামায়াত ছাড়লেও বিএনপির সাথে আলোচনা নয়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৫, আগস্ট ১৭, ২০১৬
জামায়াত ছাড়লেও বিএনপির সাথে আলোচনা নয়

ঢাকা: জামায়াতকে ছাড়লেও বিএনপির সাথে কোন আলোচনা নয় বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। তিনি বলেন, বিএনপি-জামায়াত কিলিং মিশন নিয়ে এগুচ্ছে।

তাদের প্রধান ও চূড়ান্ত টার্গেট শেখ হাসিনা। কিলারদের সাথে কোন আলোচনার প্রশ্নই উঠে না।

বুধবার (১৭ অাগস্ট) জাতীয় প্রেসক্লাবে বিবি ফাউন্ডেশন আয়োজিত 'জাতির লক্ষ্য পূরণের রাজনীতি ও বর্তমান বাস্তবতা' শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

খাদ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে ৭১,৭৫ সালে যে শত্রু ছিল এখনো একই শত্রু, নতুন কোন শত্রু নেই।

বিএনপি-জামায়াতকে ইঙ্গিত করে তিনি বলেন, অনেকে তাদের সাথে সমঝোতা, আলোচনার কথা বলেন। জামায়াত ছাড়লে বিএনপির সাথে আলোচনার কথা বলেন। কেন আলোচনা করা হবে? বিএনপির জন্মই হয়েছে জামায়াতের গর্ভ থেকে, তাহলে কেন তাদের সাথে আলোচনা করতে হবে- প্রশ্নই উঠে না।

কামরুল বলেন, যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে, ২০০৪ সালে শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছে, যারা আগুন সন্ত্রাসী তাদের সাথে কিসের আলোচনা।

রাজনৈতিক বিরোধ থাকলে রাজনৈতিক ভাবে নিষ্পত্তি করা যায়, তাদের সাথে কোন রাজনৈতিক বিরোধ নেই। তারা তো কিলার, কিলিং মিশন নিয়ে এগুচ্ছে, তাদের সাথে আলোচনার প্রশ্নই আসে না-বলেন মন্ত্রী।

জঙ্গি অর্থ যোগান দিচ্ছেন সেই বড় ভাই, বড় ভাই কারা? প্রশ্ন করে তিনি বলেন, আমরা যাদের বিচার, করছি, জেলে আছে তারা ও তাদের পরিবারের সদস্যরা জঙ্গি অর্থের যোগান দিচ্ছেন।

সভায় সংগঠনের চেয়ারম্যান ও সাবেক ছাত্রলীগ সভাপতি বাহাদুর বেপারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, আ.লীগের সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাছিম এমপি, সাবেক ছাত্রলীগ নেত্রী আরিফা রহমান রুমা, সংগঠনের নির্বাহী পরিচালক সাইফুর রহমান তপন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪২৩ ঘন্টা, অাগস্ট ১৭, ২০১৬
অারইউ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।