ঢাকা, বুধবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

রাজনীতি

লক্ষ্মীপুরে যুবলীগ নেতা ফয়সাল হত্যা মামলার আসামি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪২, আগস্ট ১৬, ২০১৬
লক্ষ্মীপুরে যুবলীগ নেতা ফয়সাল হত্যা মামলার আসামি গ্রেফতার

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. ফয়সাল (২৮) হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আক্তার হোসেনকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।  

সোমবার (১৫ আগস্ট) রাতে তাকে বশিকপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আক্তার হোসেন ইউনিয়নের বালাইশপুর গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে।  

মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুরে বিষয়টি সংবাদ মাধ্যমকে জানানো হয়।  

দুপুরে দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বশিকপুর এলাকায় অভিযান চালিয়ে আক্তারকে গ্রেফতার করা হয়। তিনি ফয়সাল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। মামলার অন্য আসামিদের গ্রেফতার করতে অভিযান চলছে।

প্রসঙ্গত, ১৩ আগস্ট রাত ৮টার দিকে বালাইশপুর গ্রামে ফয়সালকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় পরদিন সকালে নিহতের ভাবি রানি বেগম বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৬
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।