ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

রাজনীতি

ধুনটে ইয়াবাসহ ছাত্রলীগ নেতা আটক

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৭, আগস্ট ১৫, ২০১৬
ধুনটে ইয়াবাসহ ছাত্রলীগ নেতা আটক

ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ১২ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাবিব বাবু (২৮) নামে ছাত্রলীগের এক নেতাকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৫আগষ্ট) সকাল ১১টার দিকে ধুনট সদরের ফায়ার স্টেশন রোড থেকে তাকে আটক করা হয়।

হাবিব বাবু সিরাগঞ্জের কাজিপুর উপজেলার নাটুয়ারপাড়া গ্রামের গোলজার হোসেনের ছেলে এবং কাজিপুর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।
 
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে জানান, হাবিব বাবু ধুনট শহর এলাকায় দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য বিক্রি করে আসছিলেন।

সোমবার সকালে ইয়াবা ট্যাবলেট বিক্রিকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিচান চালিয়ে তাকে আটক করা হয়।

বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।