ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

রাজনীতি

১৫ আগস্টকে জাতীয় শাহাদাৎ দিবস ঘোষণার দাবি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩২, আগস্ট ১৩, ২০১৬
১৫ আগস্টকে জাতীয় শাহাদাৎ দিবস ঘোষণার দাবি ছবি: শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ১৫ আগস্টকে জাতীয় শাহাদাৎ দিবস ঘোষণার দাবি জানিয়েছে আওয়ামী ওলামা লীগ।

শনিবার (১৩ আগস্ট) বেলা সাড়ে এগারটায় জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানান সংগঠনটির নেতারা।

৮ দফা দাবি ঘোষণা করে মানববন্ধনে বক্তারা বলেন, ‘বঙ্গবন্ধু এ জাতির জন্য, এ দেশের মানুষের জন্য যা করেছেন তা বলার অপেক্ষা রাখে না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারণেই আমরা স্বাধীন দেশে বাস করছি। আগস্ট মাস শোকের মাস। আমরা চাই, ১৫ আগস্টকে জাতীয় শাহাদাৎ হিসেবে ঘোষণা করা হোক’।

ওলামা লীগের নেতারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামের আগে ‘শহীদ’ এবং শেষে (রহ.) সংযোজনে আইন প্রণয়নেরও দাবি জানান।

ওলামা লীগের সভাপতি মাওলানা আখতার হুসাইন বুখারীর সভাপতিত্বে মানবন্ধনে বক্তব্য দেন সাধারণ সম্পাদক কাজী মাওলানা মুহাম্মদ আবুল হাসান শেখ শরীয়তপুরী, মাওলানা মুহাম্মদ আব্দুস সাত্তার, মুফতি মাসুম বিল্লাহ নাফেয়ী, মাওলানা আবু বকর ছিদ্দিক, মাওলানা মুহাম্মদ শওকত আলী শেখ ছিলিমপুরী, মাওলানা মুজিবুর রহমান চিশতী।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৬
ইউএম/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।