ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

রাজনীতি

বকশীগঞ্জের ৩ ইউপি’র ৩৯ সদস্যদের শপথ গ্রহণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪২, আগস্ট ১১, ২০১৬
বকশীগঞ্জের ৩ ইউপি’র ৩৯ সদস্যদের শপথ গ্রহণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জামালপুর: জামালপুরের বকশীগঞ্জ উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদের (ইউপি) নব-নির্বাচিত ৩৯ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যরা শপথ নিয়েছেন।

বৃহস্পতিবার (১১ আগস্ট) বিকেলে উপজেলা হল রুমে তাদের শপথবাক্য পাঠ করান উপজেলা নির্বাহী (ইউএনও) কর্মকর্তা আবু হাসান।

শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শাহাবুদ্দিন খান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার, বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) আসলাম হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান তাহামিনা আক্তার পাখী, এস এম আবু সায়েম ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী মফিউদ্দিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৬
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।