ঢাকা, সোমবার, ১১ কার্তিক ১৪৩২, ২৭ অক্টোবর ২০২৫, ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

নড়াইলে জেলা ছাত্রদল সভাপতি কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৪, আগস্ট ৯, ২০১৬
নড়াইলে জেলা ছাত্রদল সভাপতি কারাগারে

নড়াইল: নড়াইল জেলা ছাত্রদলের সভাপতি শাহরিয়ার রিজভি জর্জকে নাশকতা মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৯ আগস্ট) দুপুরে নড়াইল সদর আমলী আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাহিদুল আজাদ এ আদেশ দেন।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খন্দকার ফশিয়ার রহমান বাংলানিউজকে জানান, একটি মামলায় র্দীর্ঘদিন তিনি পলাতক ছিলেন। আদালতে হাজিরা দিয়ে জামিনের আবেদন করলে  আদালত জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তিনি এটিকে রাজনৈতিক মামলা ঊল্লেখ করে অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি দাবি করেন।

বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।