ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

রাজনীতি

বগুড়ায় সাবেক চেয়ারম্যানের ওপর হামলার প্রতিবাদে মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪১, আগস্ট ৫, ২০১৬
বগুড়ায় সাবেক চেয়ারম্যানের ওপর হামলার প্রতিবাদে মিছিল

বগুড়া: বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাসান জাহিদ হেলালের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ-মিছিল করেছেন স্থানীয়রা।

 

শুক্রবার (০৫ আগস্ট) সন্ধ্যায় পল্লীমঙ্গল বন্দর এলাকা থেকে একটি বিক্ষোভ-মিছিল বের করেন তারা।

মিছিলটি বন্দরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে শাখারিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আবু সুফিয়ান সফিকের সভাপতিত্বে সমাবেশ হয়।

যাতে বক্তব্য রাখেন, সমাজসেবক ইয়াকুব আলী সরদার, জহুরুল ইসলাম টুকু, আব্দুর রাজ্জাক, খলিলুর রহমান, মশিউর রহমান সোহাগ, ফরিদ উদ্দিন, নিছার উদ্দিন, মামুন, রবিউল ইসলাম বোবলা, লুৎফার রহমান, মাহমুদুল হাসান, রফিকুল ইসলাম, আনছার আলী, সাইফুল ইসলাম, আনিছার রহমান, শফিকুল ইসলাম, পায়েল, জাহাঙ্গীর আলম, কামাল হোসেন, লেবু মিয়া, ডাবলু মিয়া, দুলাল হোসেন, ইকরাম হোসেন,আবুল কালাম, মাহফুজুর রহমান মাহফুজ, গোলজার রহমান, হারুন হোসেন, আজমল হোসেন, সাহাব উদ্দিন, আবুল কালাম আজাদ, জুয়েল প্রমুখ।

সমাবেশে বক্তারা অবিলম্বে হাসান জাহিদ হেলালের ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান।

বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৬
এমবিএইচ/ওএইচ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।