ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

রাজনীতি

ছাত্র ইউনিয়নের খুলনা জেলা সম্মেলন চলছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০১, আগস্ট ৩, ২০১৬
ছাত্র ইউনিয়নের খুলনা জেলা সম্মেলন চলছে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: ছাত্র ইউনিয়ন খুলনা জেলা শাখার ৩৭তম সম্মেলন শুরু হয়েছে।

বুধবার (০৩ আগস্ট) বিকেলে নগরীর পুরাতন যশোর রোডে ছাত্র ইউনিয়ন কার্যালয়ের সামনে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

জেলা শাখার সভাপতি শাহীন হাওলাদারের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় সংসদের সাবেক ছাত্রনেতা ডা. হোসেন শহীদ ইকবাল।

প্রধান অতিথি রয়েছেন কেন্দ্রীয় সংসদের সভাপতি, গণজাগরণ মঞ্চের সংগঠক লাকি আক্তার। বিশেষ অতিথি রয়েছেন সংগঠনের কেন্দ্রীয় সহ সভাপতি লিটন নন্দী।

সম্মেলনের প্রথম পর্ব শেষে নগরীতে বর্ণাঢ্য ৠালি বের করা হয়।

সন্ধ্যার পর সম্মেলনের দ্বিতীয় পর্ব শুরু হয়েছে। যেখানে কাউন্সিল অধিবেশনে জেলার নতুন কমিটি গঠন করা হবে।

বাংলাদেশ সময়:  ১৯৫৮ ঘণ্টা,  আগস্ট ০৩, ২০১৬
এমআরএম/জিসিপি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।