ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

রাজনীতি

‘মুক্তিযোদ্ধা না হয়ে কবি হলে মর্যাদা পেতাম’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩১, জুলাই ৩১, ২০১৬
‘মুক্তিযোদ্ধা না হয়ে কবি হলে মর্যাদা পেতাম’ ছবি: কাশেম হারুন- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ‘মুক্তিযোদ্ধা না হয়ে কবি হলে আজকে মর্যাদা পেতাম’ বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুল কাদের সিদ্দিকী।

 

তিনি বলেন, ‘মুক্তিযোদ্ধা হওয়া অনেক বিড়ম্বনার।

বিশেষ করে সেই মুক্তিযোদ্ধা যদি হন নেতৃস্থানীয়। তাহলে তার রাজনৈতিক নেতৃত্ব কেউ মেনে নিতে চান না। প্রাপ্য সম্মানটুকুও পান না’।

রোববার (৩১ জুলাই) বিকালে জাতীয় প্রেসক্লাবে মেয়ে হারানোর স্মৃতি নিয়ে আতিকুর রহমান সালুর প্রথম কাব্যগ্রন্থ 'আনিকার জন্য কবিতা' প্রকাশ উৎসবে বিশেষ অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘আমরা বর্তমানে সার্বজনীন দুঃখের মধ্যে আছি। আতিকুর রহমান সালুর কবিতায় তার মেয়েকে হারানোর বেদনা ও স্মৃতি উঠে এসেছে। আমরা সবাই দুঃখের মধ্যে অাছি। আমাদের এ দুঃখকে আনন্দে পরিণত করতে হবে’।

কবি আসাদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন  সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপার্চায অধ্যাপক জসীমউদ্দীন, সাবেক তথ্য প্রতিমন্ত্রী দিদার বখত, সাংবাদিক মো. জাহাঙ্গীর প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৬
এমসি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।