ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

রাজনীতি

‘উগ্রবাদীদের বিরুদ্ধে অ্যাকশন প্ল্যান নিতে হবে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৪, জুলাই ২৯, ২০১৬
‘উগ্রবাদীদের বিরুদ্ধে অ্যাকশন প্ল্যান নিতে হবে’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লক্ষ্মীপুর: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়েদুল কাদের বলেছেন, ‘ভাষণ দিয়ে ধর্মীয় উগ্রবাদীদের অবস্থান দুর্বল করা যাবে না। এজন্য অ্যাকশন প্ল্যান নিতে হবে এবং সেটা হবে রাজনৈতিক ভাবে।

মুক্তিযুদ্ধের চেতনায় গণজাগরণ সৃষ্টি করতে হবে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। ’

শুক্রবার (২৯ জুলাই) সকাল পৌনে ১১টায় লক্ষ্মীপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

নেতাকর্মীদের উদ্দেশে সেতুমন্ত্রী বলেন, ‘বর্তমানে অনেক শিক্ষা-প্রতিষ্ঠানে জাতীয় সংগীতের পরিবর্তে গজল গাওয়ার রেওয়াজ চালু আছে। জাতীয় পতাকা উত্তোলন করা হয় না। আপনারা কি এসব খবর রাখেন? এই কাজগুলোর দিকে আপনারা (নেতাকর্মীরা) সর্বদা খেয়াল রাখবেন। ’

এ সময় উপস্থিত ছিলেন- লক্ষ্মীপুর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কংকন চাকমা, পুলিশ সুপার আ স ম মাহতাব উদ্দিন, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, সদর উপজেলার চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৬
এনটি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।