ঢাকা, সোমবার, ১১ কার্তিক ১৪৩২, ২৭ অক্টোবর ২০২৫, ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

‘বায়াসড’ হয়ে তারেককে সাজা দিয়েছেন উচ্চ আদালত’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৮, জুলাই ২৮, ২০১৬
‘বায়াসড’ হয়ে তারেককে সাজা দিয়েছেন উচ্চ আদালত’ ছবি: আনোয়ার হোসেন রানা-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় অভিযোগ করেছেন, ‘উচ্চ আদালত ‘বায়াসড’ হয়ে তারেক রহমানের বিরুদ্ধে রায় দিয়েছেন’। এ রায়ে কতো কোটি টাকা নেওয়া হয়েছে বলেও প্রশ্ন তোলেন বিএনপির এই নেতা।

 

বৃহস্পতিবার (২৮ জুলাই) সকালে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে জাতীয়তাবাদী কৃষক দলের প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে মুদ্রাপাচার মামলায় সাজা দেওয়ার  প্রতিবাদে 'প্রতিবাদ সভার' আয়োজন করা হয়।

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদুর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য দেন কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক তৌকির হোসেন মো. জসিম, কৃষক দলের নেতা এমএ তাহের, ছাত্রদলের দফতর সম্পাদক আব্দুস ছাত্তার পাটোয়ারি প্রমুখ।

আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হকের বক্তৃতার জবাবে গয়েশ্বর বলেন, ‘তারেক রহমান যদি লন্ডনে বসে নিন্ম আদালতকে টাকা দিয়ে ম্যানেজ করেন, তাহলে আপনারা ঢাকায় বসে উচ্চ আদালতকে ‘বায়াসড’ করেছেন’।

আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিমের আরেক মন্তব্যের জবাবে তিনি বলেন, শেখ সেলিম বলেছেন, ‘তারেক রহমান ৩ কোটি টাকা দিয়ে নিন্ম আদালেতের রায় কিনেছেন। তাহলে আপনারা উচ্চ আদালতে কতো কোটি টাকা দিয়ে রায় কিনেছেন?’

জঙ্গিবাদ নিয়ে গয়েশ্বর বলেন, জঙ্গিবাদ সকলের জন্য হুমকি, স্বাধীনতার জন্য হুমকি। সেজন্যেই বিনা শর্তে বিএনপি চেয়ারপার্সন জাতীয় ঐক্যের ডাক দিয়েছিলেন। আজ জঙ্গি দমন করতে না পারলে যে সরকারই আসুক টিকে থাকতে পারবে না। জঙ্গিরা যদি সরকারের সঙ্গে পাল্লা দিয়ে দেশে ঠাঁই গেড়ে নেয়, তাহলে দেশের অস্তিত্ব হুমকিতে পড়বে।

তাই জঙ্গি দমনে সবার পথ প্রশস্ত করার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩৫ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৬
এসএম/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।