ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

রাজনীতি

‘জঙ্গিবাদ রুঁখে দিতে হবে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:১৩, জুলাই ২২, ২০১৬
‘জঙ্গিবাদ রুঁখে দিতে হবে’

বগুড়া: দেশ জঙ্গি, সন্ত্রাস ও স্বাধীনতাবিরোধী শক্তির ষড়যন্ত্রের শিকার। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ও জাসদ নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে এ অপশক্তির বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে।

জঙ্গিবাদ রুঁখে দিতে হবে।
 
শুক্রবার (২২ জুলাই) বিকেলে শহরের সার্কিট হাউজে জাসদের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে নেতাকর্মীদের উদ্দেশ্যে এ কথা বলেন দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা নাজমুল হক প্রধান এমপি।
 
জাসদ নেতা মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম বুলুর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক করিম শিকদার, জাসদ নেতা মকবুল হোসেন, অ্যাডভোকেট আব্দুল লতিফ পশারী ববি, তুহিন চৌধুরী, গোলাম মোস্তফা ঠাণ্ডু, আবু সাঈদ সবুজ, কামরুজ্জামান কামরুল, ইখতাজুল আলম রকেট, দানা তালুকদার, সিদ্দিকুল আলম, মামুন প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, জুলাই ২২, ২০১৬
এমবিএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।