ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

রাজনীতি

বিদেশি হস্তক্ষেপের রাস্তা প্রশস্ত করা হচ্ছে

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩২, জুলাই ২২, ২০১৬
বিদেশি হস্তক্ষেপের রাস্তা প্রশস্ত করা হচ্ছে

ঢাকা: বাংলাদেশকে জঙ্গি কবলিত রাষ্ট্র হিসাবে পরিচিতি করে দেশে ক্রমান্বয়ে বিদেশি হস্তক্ষেপের রাস্তা প্রশস্ত করা হচ্ছে বলে অভিযোগ করেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

 

শুক্রবার (২২ জুলাই) বিকেলে রাজধানীর কামরাঙ্গীর চরে পার্টির কর্মী সমাবেশে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, জঙ্গি-সন্ত্রাস মোকাবেলার কথা বলে বাংলাদেশে সাম্রাজ্যবাদী-আধিপত্যবাদী শক্তির অবস্থান ও নিয়ন্ত্রণ ক্রমে জোরদার করা হচ্ছে। কিন্তু এদেশের মানুষ কখনও বাংলাদেশকে আফগানিস্তান, ইরাক ও সিরিয়া হতে দেবে না।

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গত ২০ জুলাই প্রদত্ত বক্তব্যকে তিনি চরম ঔদ্ধ্যত্বমূলক হিসাবে আখ্যায়িত করে তার তীব্র নিন্দা জানান।

তিনি আরও বলেন, সরকারের নতজানু ভূমিকার কারণেই বিদেশি কূটনীতিকরা মর্যাদাহানিকর মন্তব্য করার সাহস দেখাচ্ছে। রাজনৈতিক প্রতিপক্ষ দমনে নির্যাতন-নিপীড়ন, গুম-খুনের রাষ্ট্রীয় সন্ত্রাস অব্যাহত থাকলে জঙ্গিবাদ ও সন্ত্রাস আরো উৎসাহিত হবে।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মহানগর কমিটির সদস্য বিলকিস বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরো বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় নেত্রী বহ্নিশিখা জামালী, আকবর খান, আবদুল খালেক, গনি মিয়া, হালিমা খাতুন, নুরজাহান বেগম, আমেনা বানু প্রমুখ।

সভায় বহ্নিশিখা জামালী বলেন, এদেশের শ্রমজীবী মানুষ, বিশেষ করে মেহনতি নারীরা জঙ্গিবাদ-মৌলবাদ বিরোধী লড়াইয়ে অগ্রণী ভূমিকা নেবে। ধর্মের নামে জঙ্গিবাদী তৎপরতাকে এই নারীরাই প্রতিরোধ করবে।

সভায় বক্তারা সুন্দরবন রক্ষায় ২৮ জুলাই প্রধানমন্ত্রীর সচিবালয় অভিমুখে জাতীয় কমিটির বিক্ষোভ মিছিল ও ৪ আগস্ট বাম মোর্চার জঙ্গিবাদ ও ফ্যাসিবাদ বিরোধী কনভেনশন সফল করার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, জুলাই ২২, ২০১৬
এসএস/আরআইএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।