ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

রাজনীতি

সাভারে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:১৬, জুলাই ২২, ২০১৬
সাভারে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

সাভার (ঢাকা নর্থ): অর্থ পাচার মামলায় নিম্ন আদালতের খালাসের রায় বাতিল করে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে সাত বছরের কারাদণ্ড ও ২০ কোটি টাকার অর্থদণ্ড দেওয়ার প্রতিবাদে সাভারের আশুলিয়ায় বিক্ষোভ মিছিল করেছে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

শুক্রবার (২২ জুলাই) সকালে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুর রহমান বাবুলের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শুরু হয়।

মিছিলটি ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার বিশমাইল থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে গিয়ে শেষ হয়।

স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা বলেন- সরকার বিএনপিকে দমন করার জন্য অবৈধ ভাবে তারেক রহমানের সাত বছর জেল ও জরিমানা করেছে। তারা এসময় সরকারের কাছে তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহারের আহবান জানান।

বিক্ষোভ মিছিলে আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, জুলাই ২২, ২০১৬
বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।