ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

রাজনীতি

কুলিয়ারচরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আ’লীগ প্রার্থী বিজয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৬, জুলাই ২০, ২০১৬
কুলিয়ারচরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আ’লীগ প্রার্থী বিজয়ী

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌরসভার উপ-নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থী ইমতিয়াজ বিন মুসা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।

বুধবার (২০ জুলাই) দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ফারুক মিয়া তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ফারুক মিয়া বাংলানিউজকে জানান, ৭ এপ্রিল দু’বারের মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল হাসান হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। এরপর কুলিয়ারচর পৌরসভার মেয়র পদটি শূন্য হয়। আগামী ৪ আগস্ট উপ-নির্বাচন হওয়ার কথা ছিল।
 
তিনি আরো জানান, মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থী ও বিএনপি প্রার্থীর মনোনয়ন জমা পড়েছিল। কিন্তু ভুল তথ্যের কারণে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়।

মঙ্গলবার (১৯ জুলাই) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল। যেহেতু আওয়ামী লীগ প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেননি, তাই বিধি অনুযায়ী বুধবার আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগ প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, জুলাই ২০, ২০১৬
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।