ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

রাজনীতি

মিঠাপুকুরে শিবিরকর্মীসহ গ্রেফতার ৩৬

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০০, জুলাই ১৮, ২০১৬
মিঠাপুকুরে শিবিরকর্মীসহ গ্রেফতার ৩৬

রংপুর: রংপুরের আট উপজেলার বিভিন্ন এলাকায় মামলার চার্জশিটভুক্ত তিন শিবিরকর্মীসহ ৩৬ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৭ জুলাই) দিবাগত রাত থেকে সোমবার (১৮ জুলাই) সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ৩ শিবিরকর্মী হলেন- মিঠাপুকুর উপজেলার জয়রামপুর গ্রামের ওয়াজেম উদ্দিনের ছেলে ওমর ফারুক (৩২), উপজেলার চিতলী দক্ষিণপাড়া গ্রামের একরামুল হকের ছেলে আবু তাহের (৩৮) ও উপজেলার জয়ন্তিপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে আশিকুর রহমান (২৬)।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ন কবির বাংলানিউজকে জানান, নাশকতা ও পেট্রোল বোমা হামলার অভিযোগে বিভিন্ন মামলা থাকায় শিবিরের তিন কর্মীকে গ্রেফতার করা হয়। বাকিদের বিরুদ্ধে নাশকতার ও চুরি-ডাকাতি আইনে মামলা রয়েছে।

রংপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি বি-সার্কেল) মো. সাইফুর রহমান বাংলানিউজকে জানান, সোমবার সকালে আসামিদের আদালতের মাধ্যমে রংপুর কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৫৭ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৬
এএটি/জেডএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।