গাইবান্ধা: গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলা থেকে আহাম্মাদ আলী (৫৫) নামে জামায়াতের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৩ জুলাই) বিকেলে উপজেলার বকশীগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আহাম্মাদ ধাপেরহাট ইউনিয়নের তিলিকপাড়া গ্রামের বাসিন্দা। তিনি উপজেলার বকশীগঞ্জ এ কে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জামায়াতের দায়িত্বপ্রাপ্ত জেলা রোকন।
সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ ইমরুল কায়েস বাংলানিউজকে জানান, সম্প্রতি নাশকতার মামলায় জেল খেটে জামিনে এসে পুনরায় বিদ্যালয়ে যোগদান করেন আহাম্মাদ। তার বিরুদ্ধে একাধিক নাশকতা মামলার গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
সন্ধ্যায় তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৬
আরবি/আরএ


