ঢাকা, সোমবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

রাজনীতি

সিলেটে স্বেচ্ছাসেবক লীগ কর্মী খুনের ঘটনায় মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:১৮, জুলাই ১২, ২০১৬
সিলেটে স্বেচ্ছাসেবক লীগ কর্মী খুনের ঘটনায় মামলা

সিলেট: সিলেটে স্বেচ্ছাসেবক লীগ কর্মী খুনের ঘটনায় ৫ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাত আরো ২০/২৫ জনকে আসামি করে মামলা হয়েছে।

সোমবার (১০ জুলাই) মধ্যরাতে নিহতের স্ত্রী শিউলি খানম বাদী হয়ে মেট্টোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানায় মামলাটি দায়ের করেন।

মামলায় ১৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান আহমদ সানিকে প্রধান আসামি করে ৫ জনের নাম উল্লেখ করা হয়েছে।

সিলেট এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌসুল হোসেন বাংলানিউজকে এ তথ্য জানান। তবে হত্যাকাণ্ডের ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি।

রোববার (১০ জুলাই) নগরী সংলগ্ন সদর উপজেলার টুকেরবাজার ইউনিয়নের তারাপুর চা বাগান সংলগ্ন গোয়াবাড়ি নেহার মনজিলে আবদুল্লাহ অন্তর নামে স্বেচ্ছাসেবক লীগ কর্মীকে জবাই করে খুন করা হয়।  

বাংলাদেশ সময়: ০৯১৫ ঘণ্টা, জুলাই ১২, ২০১৬
এনইউ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।