ঢাকা, সোমবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

রাজনীতি

গোপালগঞ্জে হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নানের ভাই গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৩, জুলাই ১১, ২০১৬
গোপালগঞ্জে হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নানের ভাই গ্রেফতার

গোপালগঞ্জ: গোপালগঞ্জে হরকাতুল জিহাদ নেতা মুফতি আব্দুল হান্নান মুন্সির ছোট ভাই মুন্সি কামরুজ্জামান মতি ওরফে মতি মুন্সিকে (৪৯) গ্রেফতার করে পুলিশ।

রোববার (১০ জুলাই) দিবাগত গভীর রাতে কোটালীপাড়া উপজেলার ঘাঘরকান্দা এলাকার থেকে তাকে গ্রেফতার করা হয়।


 
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা জানিয়েছেন, ১২ এপ্রিল গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদীঘলিয়া পলিটেকনিক ইনস্টিটিউট থেকে মুফতি হান্নান মুন্সির অপর ছোট ভাই আনিচুর রহমান মুন্সিসহ ৪ শিবির কর্মীকে পুলিশ গ্রেফতার করে। এ ঘটনায় গ্রেফতারকৃত ওই ৪ জনসহ ৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ১০/১২ জনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়। রোববার রাতে ওই মামলায় মুন্সি কামরুজ্জামান মতিকে গ্রেফতার করা হয়েছ

বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, জুলাই ১১, ২০১৬/আপডেট:১৬১৫  
আরএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।