ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

রাজনীতি

গুলশানে হামলার প্রতিবাদে খুলনায় ছাত্রলীগের বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৯, জুলাই ৪, ২০১৬
গুলশানে হামলার প্রতিবাদে খুলনায় ছাত্রলীগের বিক্ষোভ ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: গুলশানে জঙ্গি হামলার প্রতিবাদে খুলনা জেলা ছাত্রলীগ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
 
সোমবার (০৪ জুলাই) দুপুরে দলীয় কার্যালয় চত্বরে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

খুলনা জেলা ছাত্রলীগের সভাপতি মো, আরাফাত হোসেন পল্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুসফিকুর রহমান সাগরের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রলীগ নেতা অরিন্দম গোলদার, অঞ্জন কুমার মণ্ডল, মো. ইমরান হোসেন, মো. আবু সাঈদ খান, শেখ হেলাল বাবু, অপু সরকার, মো. ওয়াহিদুজ্জামান শাওন, পলাশ রায়, জাহাঙ্গীর ফকির, আশিক ইকবাল, আদনান শরীফ সেতু, অতনু মন্ডল, শেখ মাহমুদ হাসান তুহিন, রাজিকুজ্জামান সুমন, শেখ মাহমুদ হাসান কাজল, আরিফুল ইসলাম সুমন, শশাংক রায়, তানভীর রহমান আকাশ, জিএম শাহ আলম, শেখ নাফিজ ইকবাল নাঈম, কাজী রাহাত রাসেল, মিঠু, সাদ্দাম, মওদুদ, চিশতী নাজমুল, প্রান্ত, রবিউল, তাপস, সুব্রত, রাব্বি, রাজু, সাগর খান ও বুলবুল ইসলাম বাদল প্রমুখ।  

সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল নগরীর কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
 
বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, জুলাই ০৪, ২০১৬
এমআরএম/এএটি/ আইএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।