ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

রাজনীতি

ভান্ডা‌রিয়ায় স্বেচ্ছাসেবক লী‌গ নেতা ইয়াবাসহ আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৫, জুন ৩০, ২০১৬
ভান্ডা‌রিয়ায় স্বেচ্ছাসেবক লী‌গ নেতা ইয়াবাসহ আটক

পিরোজপুর: পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন বেপারিকে (৪৫) ইয়াবাসহ আটক করেছে র‌্যাব সদস্যরা।

বৃহস্পতিবার (৩০ জুন) বিকেলে ৠাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

জা‌কির হো‌সেন বেপা‌রি ভান্ডা‌রিয়া থানার লক্ষ্মীপুর এলাকার মৃত কা‌শেম বেপা‌রির ছে‌লে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ঝালকাঠি জেলার নলছিটি উপ‌জেলার ষাটপাকিয়া গ্রা‌মে অভিযান চালায় ৠাব। এ সময় জা‌কিররের কাছে থাকা শপিং ব্যাগের ভেতর তল্লা‌শি করে দুই হাজার ৫৬২ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম সুলতান মাহামুদ বাংলানিউজকে বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

এদিকে ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুল রশিদ অভিযোগ করেন, বৃহস্পতিবার দুপুরে জাকির হোসেন বেপারিকে উপজেলা পরিষদের সামনে থেকে ধরে নিয়ে যায় র‌্যাব সদস্যরা। যার প্রতিবাদে শনিবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে আওয়ামী লীগ।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, জুন ৩০, ২০১৬
এনটি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ