ঢাকা, বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

রাজনীতি

সেনবাগে জামায়াত নেতা কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৮, জুন ২২, ২০১৬
সেনবাগে জামায়াত নেতা কারাগারে

নোয়াখালী: নাশকতা মামলায় নোয়াখালীর সেনবাগ উপজেলার কাদরা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি গোলাম হোসেন শাহীনকে (৩৬) গ্রেফতারের পর কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (২২ জুন) দুপুরে গ্রেফতারকৃত জামায়াত নেতাকে নোয়াখালী জেলা জজ আদালতে হাজির করা হলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠনোর নির্দেশ দেন।

এর আগে, ইউনিয়নের চাঁনপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত গোলাম হোসেন শাহীন চাঁনপুর গ্রামের মোখলেছুর রহমানের ছেলে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ চৌধুরী বাংলানিউজকে জানান, গোপন সূত্রে খবর পেয়ে জামায়াত নেতা শাহীনকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সেনবাগ থানায় নাশকতার তিনটি মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, জুন ২২, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।