ঢাকা, বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

রাজনীতি

জঙ্গিবাদের প্রতিবাদে ইসলামী ছাত্রসেনার মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৪, জুন ২০, ২০১৬
জঙ্গিবাদের প্রতিবাদে ইসলামী ছাত্রসেনার মানববন্ধন

ঢাকা: দেশব্যাপী মানুষ হত্যা, গুম, জঙ্গিবাদ ও সিরিয়াল কিলিংয়ের প্রতিবাদে এবং দোষীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী ছাত্রসেনা।

সোমবার (২০ জুন) বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগর ইসলামী ছাত্রসেনা এ মানববন্ধন কর্মসূচি পালন করে।

সংগঠনের কেন্দ্রীয় পরিষদের সভাপতি এম মনির হোসেইন মানববন্ধনে বলেন, ‘জঙ্গিবাদ রুখতে হলে সালাফি- মওদুদীদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। সরকার এবং রাষ্ট্রের জনগণকে একসঙ্গে হয়ে তাদের বিরুদ্ধে কাজ করতে হবে, জনসচেতনতা সৃষ্টি করতে হবে। জঙ্গিবাদের কারণে সিরিয়া-আফগানিস্তানের অবস্থা শোচনীয়। আমাদের এ বিষয়ে সতর্কতা থাকতে হবে’।

মানববন্ধনে অংশ নেন ছাত্রসেনার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সামিউল শুভ, সাংগঠনিক সস্পাদক হাফেজ আলী আকবর, ঢাকা মহানগরের সভাপতি শেখ ফরিদ মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক এসএম মোস্তাফা কামাল, লালবাগ থানার সভাপতি মো. মিজানুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, জুন ২০, ২০১৬
এমসি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।