ঢাকা, বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

রাজনীতি

ইনুকে হুমকির প্রতিবাদে ময়মনসিংহে জাসদের মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১১, জুন ১৯, ২০১৬
ইনুকে হুমকির প্রতিবাদে ময়মনসিংহে জাসদের মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: তথ্যমন্ত্রী ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুকে হত্যার হুমকির প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন করেছে জেলা জাসদ।

রোববার (১৯ জুন) দুপুরে নগরীর ঐতিহাসিক ফিরোজ জাহাঙ্গীর চত্বরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা জাসদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাদিক হোসেন, জেলা জাসদের সহ সভাপতি রতন সরকার, অ্যাডভোকেট শিব্বির আহম্মেদ লিটন, পারভেজ শাহনেওয়াজ লিটন, আমিনুল ইসলাম আমিন প্রমুখ।

অবিলম্বে হুমকিদাতাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, জুন ১৯, ২০১৬
এমজেডআর/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।