ঢাকা, মঙ্গলবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

রাজনীতি

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:০৩, মে ১০, ২০১৬
বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষ

ঢাকা: দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সঙ্গে বৈঠকে করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

সোমবার (৯ মে) রাত ১১টায় বৈঠক শেষ হয়।

এর আগে রাত সাড়ে ৯টায় চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকে বসেন খালেদা।

বৈঠকে উপস্থিত ছিলেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস ও গয়েশ্বরচন্দ্র রায়।

বৈঠকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, ইউনিয়ন পরিষদ নির্বাচন, খালেদা জিয়ার মামলা এবং সাংবাদিক শফিক রেহমান, শওকত মাহমুদ, মাহমুদুর রহমানের কারাবাস ও এর পরিপ্রেক্ষিতে করণীয় বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

** বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শুরু

বাংলাদেশ সময়: ০০৫৫ ঘণ্টা, মে ১০, ২০১৬
এজেড/আরআইএস/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ