ঢাকা, রবিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

রাজনীতি

সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন বাবু জামিনে মুক্ত

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৩৯, মার্চ ১৪, ২০১৬
সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন বাবু জামিনে মুক্ত ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু

সাভার(ঢাকা): প্রায় পাঁচ মাস কারাভোগের পর ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু জামিনে মুক্তি পেয়েছেন।

সোমবার (১৪ মার্চ) সকালে দিলীয় সূত্রে তার জামিনের বিষয়টি জানা যায়।

রোববার (১৩ মার্চ) রাতে কারাগার থেকে তিনি জামিনে মুক্তি পান।

এর আগে ২০ দলীয় জোটের সরকারবিরোধী আন্দোলনের সময় পুলিশ সালাউদ্দিন বাবুর নামে বিভিন্ন অভিযোগে ২৬টি মামলা দায়ের করেন।

সেই মামলার পরিপ্রেক্ষিত ২০১৫ সালের ২৫ অক্টোবর ভোরে রাজধানীর পরিবাগের নিজ ফ্ল্যাট থেকে তাকে গ্রেফতার করে সাভার থানা পুলিশ। তারপর থেকে তিনি জেল হাজতে ছিলেন।

বাংলাদেশ সময়: ০৯৪১ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৬
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।