ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

রাজনীতি

ফেনীতে শতাধিক কর্মী নিয়ে বিএনপি নেতার আ’লীগে যোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:৫৪, ফেব্রুয়ারি ২৯, ২০১৬
ফেনীতে শতাধিক কর্মী নিয়ে বিএনপি নেতার আ’লীগে যোগ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী: ফেনীতে শতাধিক কর্মী নিয়ে আওয়ামী লীগে যোগ দিয়েছেন ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়ন বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন মিয়া।

রোববার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারীর হাতে ফুল দিয়ে তারা আনুষ্ঠানিক ভাবে আওয়ামী লীগে যোগ দেয়।



এ সময় জেলা আওয়ামী লীগ সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রহমান বিকম, পৌর মেয়র হাজী আলাউদ্দিন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শহীদ উদ্দিন খোন্দকার, ধলিয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি শেখ ফরিদ স্বপন, সাধারণ সম্পাদক নুরুল আবছার সবুজ উপস্থিত ছিলেন।

যোগদান অনুষ্ঠানে বিএনপি নেতা আবুল হোসেন মিয়া বলেন, আওয়ামী লীগ উন্নয়নে বিশ্বাসী, ফেনীতে উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রেখেছে দলটি। বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে ফেনী জেলা আ’লীগ প্রতিহিংসার রাজনীতি বাদ দিয়ে ঐক্যবদ্ধ ভাবে দেশ গড়ার কাজ করায় এ দলে যোগ দিয়েছি ৷

বাংলাদেশ সময়: ০২৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।