ঢাকা, বুধবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

রাজনীতি

মেহেরপুর জাতীয় পার্টির(জেপি)কাউন্সিল অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৫, জানুয়ারি ২৮, ২০১৬
মেহেরপুর জাতীয় পার্টির(জেপি)কাউন্সিল অনুষ্ঠিত

মেহেরপুর: জাতীয় পার্টির (মঞ্জু/জেপি) জেলা কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(২৮ জানুয়ারি) গাংনী উপজেলা অডিটরিয়ামে এ কাউন্সিলের আয়োজন করা হয়।



জেলা জাতীয় পার্টির(জেপি) সভাপতি আব্দুল হালিমের সভাপতিত্বে কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন জেপি’র মহাসচিব শেখ শহিদুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেপি’র প্রেসিডিয়াম সদস্য এজাজ আহমেদ মুক্তা, কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শফিকুল হামিদ চন্দন, কেন্দ্রীয় কমিটির সাংগাঠনিক সম্পাদক আবুল খায়ের সিদ্দীকি আবু, প্রকাশনা সম্পাদক কেএম মজিবুর রহমান মজনু, জেপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফতে আলী টিপু, জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মঞ্জুর হাবীব মঞ্জু, সাংগঠনিক সম্পাতক জাকির হোসেন সুলতান, সাবেক উপজেলা চেয়ারম্যান দাউদ হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল হক মাস্টার, গাংনী পৌর মেয়র ও জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য আশরাফুল ইসলাম, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির জেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড আব্দুল মাবুদ প্রমুখ।

এছাড়া বক্তব্য রাখেন- জাসদের দৌলতপুর উপজেলার নেতা খলিশাকুণ্ডি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম সাবেন চেয়ারম্যান, মটমা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হাশেম ও উপজেলা জেপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল জলিল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।