ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

রাজনীতি

‘বিএনপি নেতাকর্মীর নামে মামলা করা সাধারণ ব্যাপার’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩৫, জানুয়ারি ২৬, ২০১৬
‘বিএনপি নেতাকর্মীর নামে মামলা করা সাধারণ ব্যাপার’ মির্জা ফখরুল ইসলাম আলমগীর / ফাইল ফটো

ঢাকা: বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া এখন সাধারণ ব্যাপার বলে মন্তব্য করেছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি এও বলেন, দেশে গণতন্ত্র না থাকায় এগুলো সম্ভব হচ্ছে।



মঙ্গলবার (২৬ জানুয়ারি) বেলা সোয়া ১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন কিশোরগঞ্জের বিএনপির নেতা আব্দুল সাদেক ওরফে রঙিলাকে দেখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

রঙিলা মেম্বারের বাড়ি কিশোরগঞ্জের ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়নে। তিনি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি।

ফখরুল বলেন, আওয়ামী লীগের ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন সাদেক। আমরা তার সুস্থতা কামনা করছি।

চলতি মাসের ১৫ তারিখে আওয়ামী দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়ে রঙিল‍া মেম্বার ঢামেকের নতুন ভবনের কেবিনে চিকিৎসাধীন রয়েছেন।  

বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
এজেডএস/জেডএফ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।