ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

রাজনীতি

জাপার কো-চেয়ারম্যান হলেন জিএম কাদের

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২১, জানুয়ারি ১৭, ২০১৬
জাপার কো-চেয়ারম্যান হলেন জিএম কাদের গোলাম মোহাম্মদ কাদের

ঢাকা: সাবেক মন্ত্রী গোলাম মোহাম্মদ কাদেরকে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান হিসেবে ঘোষণা করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
 
রোববার (১৭ জানুয়ারি) রংপুরে এক কর্মী সম্মেলনে এ ঘোষণা দেন এরশাদ।

সন্ধ্যায় খবর বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
 
একই সঙ্গে আগামী এপ্রিল মাসে জাতীয় পার্টির কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠানের ঘোষনা দেন হুসেইন মুহম্মদ এরশাদ। জাতীয় পার্টির জাতীয় সম্মেলন অনুষ্ঠানের জন্য গোলাম মোহাম্মদ কাদেরকে আহ্বায়ক এবং এবিএম রুহুল আমীন হাওলাদারকে সদস্য সচিব করে জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটিও ঘোষণা করেছেন এরশাদ।
 
আহ্বায়ক এবং সদস্য সচিব যথা শিগগির সম্ভব সম্মেলন অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় সংখ্যক সদস্য নিয়ে উপ-কমিটিগুলো গঠন করে পার্টি চেয়ারম্যানের অনুমোদন গ্রহণ করবেন বলে খবর বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
এসআই/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ