ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

রাজনীতি

রাঙামাটিতে ছাত্রদলের চার নেতাকে বহিষ্কার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৬, ডিসেম্বর ২৯, ২০১৫
রাঙামাটিতে ছাত্রদলের চার নেতাকে বহিষ্কার

রাঙামাটি: রাঙামাটিতে ছাত্রদল থেকে চার নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বিকেলে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম তালুকদারের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



বহিষ্কৃতরা হলেন-জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মো. দেলোয়ার হোসেন, রাঙামাটি পৌর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মো. জয়নাল উদ্দিন, রাঙামাটি সদর উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি বায়েজিদ রনি ও দুই নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মোশাররফ হোসেন ফয়সাল।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ওই চারজন রাঙামাটি পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এভাবে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে জেলা ছাত্রদলের এক জরুরি সভায় তাদের দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।