ঢাকা, বুধবার, ২৫ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

রাজনীতি

২০ দলীয় জোটের মহাসচিবদের বৈঠক শনিবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০৭, ডিসেম্বর ১৮, ২০১৫
২০ দলীয় জোটের মহাসচিবদের বৈঠক শনিবার

ঢাকা: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের মহাসচিবরা বৈঠক করবেন শনিবার (১৯ ডিসেম্বর)।

গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে বেলা ১১টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।


 
এতে সভাপতিত্ব করবেন জোটের সমন্বয়ক ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
 
২০ দলীয় জোটের অন্যতম শরিক বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভুইয়া শুক্রবার (১৮ ডিসেম্বর) দুপুরে বাংলানিউজকে এ তথ্য জানান।
 
জোটসূত্রে জানা যায়, আসন্ন পৌরসভা নির্বাচনে জোটের প্রার্থীদের জিতিয়ে আনতে কার কী করণীয়, সরকারের দুই বছর পূর্তি উপলক্ষে জোটের পক্ষ থেকে কী ধরনের কর্মসূচি নেওয়া যায়, চলতি শুষ্ক মৌসুমে  আন্দোলন-কর্মসূচি দেওয়া যায় কি না- এসব বিষয় নিয়ে আলোচনার জন্যই এ বৈঠক ডাকা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৫
এজেড/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।