ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

রাজনীতি

মুক্তাগাছায় জাতীয় পার্টির কর্মীকে ছুরিকাঘাত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:০৩, ডিসেম্বর ১৭, ২০১৫
মুক্তাগাছায় জাতীয় পার্টির কর্মীকে ছুরিকাঘাত

ময়মনসিংহ: ময়মনসিংহের মুক্তাগাছায় কালাচান (১৮) নামে জাতীয় পার্টির এক কর্মীকে ছুরিকাঘাত করেছে সন্ত্রাসীরা।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে পৌরশহরের পাড়াটুঙ্গি এলাকায় এ ঘটনা ঘটে।



স্থানীয়রা এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শিবলু ও মোবারক নামে দু’জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে বলে জানিয়েছেন মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল করিম।

ওসি বাংলানিউজকে বলেন, ব্যক্তিগত বিরোধের জের ধরে কালাচানকে পেটে ছুরিকাঘাত করেছে আটক দুই ব্যক্তি। আহত ব্যক্তিকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০১০৫ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৫    
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ