ঢাকা, রবিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

রাজনীতি

গোলাম আযমকে দেশে ফিরিয়ে আনেন জিয়া

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০০, ডিসেম্বর ১৫, ২০১৫
গোলাম আযমকে দেশে ফিরিয়ে আনেন জিয়া মাহবুব-উল আলম হানিফ

ঢাকা: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ক্ষমতায় আসার পর জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে স্বাধীনতাবিরোধীদের শীর্ষ নেতা গোলাম আযমকে দেশে ফিরিয়ে আনেন।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) রাজধানীর ধানমণ্ডিতে দলীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।



হানিফ বলেন, স্বাধীনতা যুদ্ধের সময় যারা বিরোধিতা করেছিল, রাজাকার-আলবদর-আলশামস গঠন করে আমাদের মানুষের ওপর নির্মম নির্যাতন করেছে, আমাদের মা-বোনদের ওপর অত্যাচার করেছে, বঙ্গবন্ধু তাদের বিচারের ব্যবস্থা করেছিলেন।

তিনি বলেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর যখন জিয়াউর রহমান রাষ্ট্রক্ষমতায় আসেন, তিনি যুদ্ধাপরাধীদের মুক্ত করে দিলেন। শুধু তাই নয়, গোলাম আযম স্বাধীনতার পর প্রথমে পাকিস্তান পালিয়ে যান। সেখান থেকে লন্ডনে গিয়ে তিনি ‘পূর্ব পাকিস্তান পুনর্গঠন কমিটি’ গঠন করে দেশবিরোধী তৎপরতা অব্যাহত রাখেন। তাকেও জিয়াউর রহমান দেশে ফিরিয়ে আনেন।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।