ঢাকা, মঙ্গলবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

রাজনীতি

ভোলায় বিএনপি-জামায়াতের ৬ নেতাকর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৩৩, নভেম্বর ১৭, ২০১৫
ভোলায় বিএনপি-জামায়াতের ৬ নেতাকর্মী আটক

ভোলা: নাশকতার অভিযোগে ভোলা জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াতের ছয় কর্মীকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৬ নভেম্বর) রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত এ অভিযান চালানো হয়।

অভিযানে ভোলা সদর থানায় এক, মনপুরায় তিন ও চরফ্যাশন উপজেলায় দু’জনকে আটক করে পুলিশ।

ভোলার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান জানান, বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ থাকায় ওই ছয়জনকে আটক করা হয়েছে।

এদিকে, মৃত্যুদণ্ডের চূড়ান্ত রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করেছেন মানবতাবিরোধী অপরাধী জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের সাকা চৌধুরী। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৯টা ১০ মিনিটে মুজাহিদের রিভিউ আবেদনের শুনানি শুরু হয়ে এখনো (সকাল সাড়ে ১০টা) চলছে। এদিনই সাকা চৌধুরীর রিভিউ আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে।

এ দু’টি রায়কে কেন্দ্রে করে ভোলায়ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে মোতায়েন করা হয়েছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১০৩২ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ