ঢাকা, মঙ্গলবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

রাজনীতি

শার্শা উপজেলা বিএনপির সভাপতি মধু আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:১৭, নভেম্বর ১৭, ২০১৫
শার্শা উপজেলা বিএনপির সভাপতি মধু আটক ছবি: প্রতীকী

বেনাপোল (যশোর): যশোরের শার্শা উপজেলা বিএনপির সভাপতি ও বেনাপোল সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সহসভাপতি খায়রুজ্জামান মধুকে আটক করেছে পুলিশ। নাশকতা মামলায় তাকে আটক করা হয়।



মঙ্গলবার (১৭ নভেম্বর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে শার্শার কামারবাড়ি মোড়ের নিজ বাড়ি থেকে যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশ তাকে আটক করে।

খায়রুজ্জামান মধুর ছেলে শরিফুজ্জামান পরাগ বাংলানিউজকে জানান, রাতে ডিবি পুলিশ পরিচয়ে বেশ কয়েকজন লোক বাড়িতে এসে বাবাকে নিয়ে যায়। এসময় আটকের কারণ জানতে চাইলে পুলিশ জানায়, নাশকতা মামলায় আটক করা হচ্ছে।

শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন আটকের বিষয়টি  বাংলানিউজকে জানান।

বাংলাদেশ সময়: ০৯১৫ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ