ঢাকা, মঙ্গলবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

রাজনীতি

চুয়াডাঙ্গায় যুবলীগের দু’গ্রুপের সংঘর্ষে কর্মী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৪, নভেম্বর ১৬, ২০১৫
চুয়াডাঙ্গায় যুবলীগের দু’গ্রুপের সংঘর্ষে কর্মী নিহত

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ এলাকায় স্থানীয় যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষে আজিজুল ইসলাম (৩৫) নামে এক কর্মী নিহত হয়েছে।
 
সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

 
 
এর আগে, সন্ধ্যা ৭টার দিকে সংঘর্ষ শুরু হয়। রাত ৮টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।  
 
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ধ্যায় ডিঙ্গেদাহ বাজার এলাকায় যুবলীগ নেতা নঈম হাসান জোয়ার্দার ও জেলা যুবলীগের আহ্বায়ক ওবায়দুর রহমান চৌধুরীর অনুসারী দু’টি বিবদমান গ্রুপের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।  
 
এ সময় ধারালো অস্ত্রের আঘাতে আজিজুল আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  
 
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বাংলানিউজকে বলেন, অভ্যন্তরীণ কোন্দলের কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।  
 
পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান ওসি।
 
বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫/আপডেটেড: ২১৫০  
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ