ঢাকা, মঙ্গলবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

রাজনীতি

খুলনা বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৫, নভেম্বর ১৬, ২০১৫
খুলনা বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা নজরুল ইসলাম মঞ্জু ও মনিরুজ্জামান মনি

খুলনা: খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু ও সাধারণ সম্পাদক সদ্য সাময়িক বরখাস্তকৃত খুলনা সিটি মেয়র মনিরুজ্জামান মনিসহ চারজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

একটি নাশকতার মামলায় খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক আয়েশা আক্তার মৌসুমী সোমবার (১৬ নভেম্বর) দুপুর ৩টায় এ আদেশ দেন।



২০১৪ সালের ৪ জানুয়ারি রাতে ২০ দলীয় জোটের লাগাতার আন্দোলন কর্মসূচির শুরুতে নগরীর পিটিআই মোড়ে একটি ইজিবাইক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় খুলনা সদর থানায় নাশকতার এ মামলা দায়ের করা হয়। মামলার অপর ১২ আসামি জামিনে রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা,  নভেম্বর ১৬, ২০১৫
এমআরএম/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ