ঢাকা, মঙ্গলবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

রাজনীতি

নওহাটা বিএনপি’র সাধারণ সম্পাদকসহ আটক ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩৮, নভেম্বর ১৬, ২০১৫
নওহাটা বিএনপি’র সাধারণ সম্পাদকসহ আটক ৩

রাজশাহী: রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানার বায়া বাজার এলাকা থেকে নওহাটা পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক ওয়াদুদ হাসান পিন্টুসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে আভিযান চালিয়ে পিন্টুর বাড়ির পাশের বাঁশবাগান থেকে যৌথ বাহিনী তাদের আটক করে।



পরে সোমবার (১৬ নভেম্বর) দুপুরে বিষয়টি পুলিশ জানায়। বর্তমানে তাদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিকেলে আদালতে পাঠানো হবে।  

মহানগরীর শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে নওহাটা পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক ওয়াদুদ হাসান পিন্টুসহ তার এক সহযোগীকে আটক করা হয়েছে। তারা পাশের একটি বাঁশবাগানে অবস্থান করছিলেন।

শাহ মখদুম থানা হেফাজতে রেখে বর্তমানে আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের মধ্যে পিন্টুর নামে নাশকতার অভিযোগে একাধিক মামলা রয়েছে। তবে অন্যজনের নাম প্রকাশ করেননি ওসি।

আবদুর রউফ আরও জানান, এর আগে রোববার সন্ধ্যায় একই এলাকা থেকে জামায়াত নেতা মামুন-অর-রশিদ মামুনকে আটক করা হয়। তার বিরুদ্ধে নাশকতার একাধিক মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
এসএস/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ