ঢাকা, মঙ্গলবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

রাজনীতি

খুলনায় যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৯, নভেম্বর ১৫, ২০১৫
খুলনায় যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খুলনায় যুবলীগের বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যায় নগরীর দলীয় কার্যালয়ের সামনে থেকে এ র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারও দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

র‌্যালিতে নেতৃত্ব দেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান এমপি। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নগর যুবলীগের আহ্বায়ক অ্যাডভোকেট সরদার আনিছুর রহমান পপলু।

র‌্যালিতে সংগঠনের আওতাভুক্ত সব থানা, ওয়ার্ড ও ইউনিটের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
এমআরএম/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ