ঢাকা, মঙ্গলবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

রাজনীতি

দেশে আইনের শাসনের সংকট দেখা দিয়েছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫০, নভেম্বর ১৫, ২০১৫
দেশে আইনের শাসনের সংকট দেখা দিয়েছে ছবি: সোহাগ / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেছেন, দেশে আইনের শাসন ও জাতীয় সংকট দেখা দিয়েছে। দেশের মানুষ সংবিধান অনুযায়ী তাদের ক্ষমতা ও অধিকার ভোগ করতে পারছেন না।


 
রোবাবার দুপুরে (১৫ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গয়েশ্বর চন্দ্র রায়সহ বিএনপির নেতাদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা ও গ্রেফতারের প্রতিবাদে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
 
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল্লাহ আল নোমান বলেন, আমাদের নেতাদের বিরুদ্ধে ময়লার গাড়ি থেকে শুরু করে চুরি-ডাকাতিসহ এমন কোনো বিষয় বাদ নেই, যে সব ঘটনা নিয়ে মামলা দেওয়া হচ্ছে না। আগে রাজনীতিকদের সম্মানের সঙ্গে গ্রেফতার ও জামিন দেওয়া হতো। আর আজ এই সরকারের কাছে রাজনীতিবিদদের কোনো সম্মান নেই।
 
নোমান বলেন, বিএনপির এক একজন নেতার বিরুদ্ধে ডজনে ডজনে মামলা দায়েরের মাধ্যমে এই সরকার নতুন ইতিহাস রচনা করেছে।
 
তিনি বলেন, নেতাকর্মীদের শুধু কারাগারেই আবদ্ধ করে সরকার শান্তি পাচ্ছে না, গুম-খুন করছে। হাজার হাজার নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা ও গ্রেফতার করা হচ্ছে। এক মামলা থেকে বের হওয়ার পর কারাগারেই আবার আরেক মামলা দেওয়া হচ্ছে। বিএনপি-জামায়াতের কর্মীদের দুষ্কৃতিকারী বলে সরকার যাদের গ্রেফতার করছে, তারা তো রাজনৈতিক কর্মী।
 
তিনি বলেন, এই সরকার ফলাও করে বলতে চাচ্ছে, তারা উন্নয়ন করছে। কিন্তু একটু বৃষ্টি হলেই ঢাকার রাস্তাঘাট তলিয়ে যায়। সিটি করপোরেশনের দুই মেয়র জলাবদ্ধতা সমস্যার সমাধান করার কথা বলেছিলেন। কিন্তু এই পর্যন্ত দুই মেয়র কোনো উন্নয়নমূলক কাজ করেননি। ৮ মাসে বার্ষিক উন্নয়ন প্রোগামের মাত্র ৪ শতাংশ খরচ করেছে, এতেই বলছে সরকার উন্নয়ন করছে। সরকার জনগণকে বেকুব বানানোর অপচেষ্টা করছে।
 
এ সময় কারাগারে থাকা বিএনপির নেতাকর্মীদের মুক্তির দাবি জানান আব্দুল্লাহ আল নোমান।
 
ধারমরাই থানা সাবেক ছাত্রদলের নেতৃবৃন্দের আয়োজনে ঢাকা জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আমজাদ হোসেনের সভাপতিত্বে সভায় মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানাসহ আরো অনেকে বক্তব্য রাখেন।
 
বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
 টিএইচ/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ