ঢাকা, মঙ্গলবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

রাজনীতি

গাজীপুরে বিএনপি-জামায়াতের ৫ শতাধিক নেতাকর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৩, নভেম্বর ১৫, ২০১৫
গাজীপুরে বিএনপি-জামায়াতের ৫ শতাধিক নেতাকর্মী আটক ছবি: প্রতীকী

গাজীপুর: নাশকতার আশঙ্কায় গাজীপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গত কয়েক দিনে বিএনপি ও জামায়াতের পাঁচ শতাধিক নেতাকর্মী আটক করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয় এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. হারুন অর রশিদ এ তথ্য জানান।



তিনি জানান, দেশের চলমান পরিস্থিতিতে নাশকতা রোধে জেলা পুলিশ ও অন্যান্য বাহিনী নিয়মিত যৌথ অভিযান চালিয়ে গত কয়েক দিনে পাঁচ শতাধিক বিএনপি ও জামায়াতের নেতাকর্মী আটক করেছে।

নাশকতা রোধে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সুলাইমান, মিজানুর রহমান, সহকারী পুলিশ সুপার মো. সবুর, টঙ্গী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার, কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানউল্লাহ, ডিবির ওসি আলম চাঁদ, ডিএসবির ওসি মমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ