ঢাকা, মঙ্গলবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

রাজনীতি

ঈশ্বরগঞ্জে শ্রমিক লীগের দু’পক্ষের সমাবেশ ঘিরে ১৪৪ ধারা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৪, নভেম্বর ১৫, ২০১৫
ঈশ্বরগঞ্জে শ্রমিক লীগের দু’পক্ষের সমাবেশ ঘিরে ১৪৪ ধারা ছবি: প্রতীকী

ময়মনসিংহ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে স্থানীয় আঠারবাড়ি ইউনিয়ন শ্রমিক লীগের সমাবেশ ঘিরে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় উপজেলা প্রশাসন।

দু’পক্ষের মুখোমুখি অবস্থানের ফলে সংঘাত এড়াতে স্থানীয় রায়ের বাজার গার্লস স্কুল এলাকায় রোববার (১৫ নভেম্বর) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ওই স্থানে ১৪৪ ধারা জারি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিব কুমার সরকার।



দুপুরে বাংলানিউজকে এ খবর জানান সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার আঠারবাড়ি ইউনিয়ন শ্রমিক লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠনে রোববার দুপুর ২টায় রায়ের বাজার গার্লস স্কুল এলাকায় সম্মেলন অনুষ্ঠানের প্রস্তুতি চলছিল। সেই প্রস্তুতি মোতাবেক উপজেলা প্রশাসনের কাছ থেকে সমাবেশের অনুমতি নেয় ইউনিয়ন কমিটির আহ্বায়ক কাজল মিয়া ও জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক কাজিম উদ্দিন।

কিন্তু হঠাৎ করেই সুলতান মিয়া নামের আরেক শ্রমিক লীগ নেতা গত রাতে একই স্থানে সমাবেশের কথা বলে মাইকিং করেন। দু’পক্ষের একই স্থানে পাল্টাপাল্টি সমাবেশ ঘিরে উদ্ভূত পরিস্থিতি এড়াতে রোববার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ওই এলাকায় ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন।

এ বিষয়ে ওসি বোরহান উদ্দিন জানান, মাইকিং করে ১৪৪ ধারা জারির বিষয়টি জানানো হযেছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ