ঢাকা, মঙ্গলবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

রাজনীতি

শাহরাস্তি উপজেলা জামায়াতের আমির গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫৯, নভেম্বর ১৪, ২০১৫
শাহরাস্তি উপজেলা জামায়াতের আমির গ্রেফতার আবুল হোসাইন

চাঁদপুর: নাশকতার মামলায় চাঁদপুরের শাহরাস্তি উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল হোসাইনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৩ নভেম্বর) দিনগত রাত ১টার দিকে উপজেলার ঠাকুর বাজার মডেল স্কুলের কাছে তার বাসা থেকে তাকে আটক করা হয়।



পুলিশ জানায়, আবুল হোসাইন ২০ দলীয় জোটের হরতাল-অবরোধ চলাকালে বিভিন্ন নাশকতার ঘটনায় দায়ের করা মামলার আসামি।

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বাংলানিউজকে জানান, গ্রেফতারকৃত আবুল হোসাইনকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে শাহরাস্তি থানায় না রেখে হাজীগঞ্জ থানায় পাঠানো হয়েছে। শনিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ