ঢাকা, মঙ্গলবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

রাজনীতি

খেতমজুর ইউনিয়নের সভাপতি-সম্পাদক পুনর্নির্বাচিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৬, নভেম্বর ১৩, ২০১৫
খেতমজুর ইউনিয়নের সভাপতি-সম্পাদক পুনর্নির্বাচিত ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

সাতক্ষীরা: বাংলাদেশ খেতমজুর ইউনিয়নের সম্মেলনে বিমল বিশ্বাস সভাপতি, অধ্যাপক ইসাহাক শরীফ কার্যকারী সভাপতি ও জাকির হোসেন রাজু সাধারণ সম্পাদক পুনর্নির্বাচিত হয়েছেন।
 
শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে দুই দিনব্যাপী সম্মেলন শেষে সাতক্ষীরা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রেসব্রিফিংয়ে এ ঘোষণা দেওয়া হয়।


 
কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি সংসদ সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ, অধ্যাপক নজরুল হক নিলু, আনোয়ার হোসেন ও সংসদ সদস্য অধ্যাপক ইয়াছিন আলী, সহ-সাধারণ সম্পাদক যথাক্রমে অ্যাডভোকেট নজরুল ইসলাম ও অজিত কুমার রাজবংশী, খান রুস্তম, সাংগঠনিক সম্পাদক রেবতি বর্মণ ও স্বেচ্ছাসেবক সম্পাদক গাজী আব্দুল হামিদ।
 
কমিটির নির্বাহী সদস্যরা হলেন- সংসদ সদস্য কমরেড রাশেদ খান মেনন, আতাউর রহমান রানা, অধ্যাপক নূর মোহাম্মদ খান, মোফাজ্জল হোসেন মঞ্জু, তপন কুমার রায়, ডা. সুজিত বর্মণ, মাহাবুব আলম, ফয়জুল ইসলাম, আবুল কাসেম কাজী, তপন শাহা চৌধুরী, শাহাদাত হোসেন মোল্লা, বেলাল অহম্মেদ, আব্দুল মান্নান মানু ও আবু বকর সিদ্দিক।

এর আগে, শুক্রবার সকালে দেশের ২৩ জেলার কাউন্সিলররা কেন্দ্রীয় নেতৃত্ব নির্বাচন প্রক্রিয়ায় অংশ নেন।
 
বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৫
এএটি/এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ