ঢাকা, মঙ্গলবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

রাজনীতি

আখাউড়ায় যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০১, নভেম্বর ১৩, ২০১৫
আখাউড়ায় যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় যুবলীগের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে দলীয় এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীর‍া।

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে কেক কাটার মধ্য দিয়ে আনুষ্ঠানিক আয়োজন শুরু হয়।



পরে উপজেলা যুবলীগের আহ্বায়ক মনির হোসেনের সভাপতিত্বে একটি আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন।

সভায় অন্যান্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক সেলিম ভূইয়া, পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল্লাহ ভূইয়া বাদল, উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক নূরে আলম সিদ্দিকী, আব্দুল মমিন বাবুল ও মোগড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি কাউছার ভূইয়া প্রমুখ বক্তব্য রাখেন।

আলোচনা সভা শেষে মুক্তিযুদ্ধ ও ১৫ আগস্ট নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং মোনাজাত করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ