ঢাকা, মঙ্গলবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

রাজনীতি

ঢাকা মহানগর ছাত্র ফেডারেশনের নেতৃত্বে লিয়ন-কাকন

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৫, নভেম্বর ১২, ২০১৫
ঢাকা মহানগর ছাত্র ফেডারেশনের নেতৃত্বে লিয়ন-কাকন

ঢাকা: ঢাকা মহানগর ছাত্র ফেডারেশনের ১৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে রায়হান তাহ্রাত লিয়নকে সভাপতি ও কাকন বিশ্বাসকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।



১৩তম সম্মেলনের পর বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে কমিটির অন্য সদস্যদের তালিকাও প্রকাশ করা হয়। কমিটিতে দায়িত্বপ্রাপ্ত অন্যরা হলেন, সহ-সাধারণ সম্পাদক পদে রিফাত বিন সালাম রুপম, সাংগঠনিক সম্পাদক পদে মোহাম্মদ হোসেন রিয়াদ, অর্থ সম্পাদক পদে মেহেদি হাসান অভি, রাজনৈতিক শিক্ষা বিষয়ক সম্পাদক পদে প্যাট্রিক চিসিম, প্রচার সম্পাদক পদে কামরুজ্জামান, সমাজকল্যাণ সম্পাদক পদে ইসরাত জাহান এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে অনুপম রায় রুপক।

কমিটির কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন- লিজা হক, সোহাইল জামিল সরকার, সুলতান সালাউদ্দিন, ওমর সাঈদ হিমু, তৌফিক হাসান সৌরভ এবং মিজান রহমান।

‘শিক্ষার গণতান্ত্রিক পরিবেশ ও সার্বজনীন শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হোন, শিক্ষা ব্যবসা বন্ধ কর, মানসম্মত শিক্ষা নিশ্চিত কর, সন্ত্রাস, দখলদারিত্ব ও যৌন নিপীড়ন রুখে দাঁড়াও’ শীর্ষক আহ্বানে বুধবার (১১ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সড়ক দ্বীপে এ সম্মেলনের উদ্বোধন করা  হয়।

সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি সৈকত মল্লিক। এতে প্রধান বক্তা ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
এসএ/ওএইচ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ