ঢাকা, মঙ্গলবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

রাজনীতি

কুষ্টিয়ায় বিএনপি-জামায়াতের ১৫ নেতাকর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৬, নভেম্বর ১২, ২০১৫
কুষ্টিয়ায় বিএনপি-জামায়াতের ১৫ নেতাকর্মী আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুষ্টিয়া: কুষ্টিয়ায় বিশেষ অভিযানে খোকসা উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ আমজাদ আলীসহ বিএনপি-জামায়াতের ১৫ নেতাকর্মীকে আটক করা হয়েছে।
 
বুধবার (১১ নভেম্বর) রাতে জেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।


 
আটক অন্যদের নাম-পরিচয় জানা যায়নি। তবে তাদের মধ্যে বিএনপির নয় জন এবং জামায়াতের পাঁচ জন রয়েছে।  
 
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার আবু বক্কর সিদ্দীক বাংলানিউজকে বলেন, বুধবার গভীর রাতে যৌথবাহিনীর সদস্যরা খোকসার চরপাড়ায় নিজ বাড়ি থেকে উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ আমজাদ আলীকে আটক করে। তার বিরুদ্ধে নাশকতার মামলা দায়ের করেছে খোকসা থানা পুলিশ।
 
তিনি আরো বলেন, নাশকতার আশঙ্কায় তিনিসহ বিএনপির ১০ জন এবং জামায়াতের পাঁচ জনকে আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।
 
বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫ 
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ