ঢাকা, সোমবার, ২৭ শ্রাবণ ১৪৩২, ১১ আগস্ট ২০২৫, ১৬ সফর ১৪৪৭

রাজনীতি

প্রবীরের গ্রেফতার জাতির জন্য অমর্যাদাকর

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০২, আগস্ট ২১, ২০১৫
প্রবীরের গ্রেফতার জাতির জন্য অমর্যাদাকর

ঢাকা: সাংবাদিক প্রবীর শিকদারের গ্রেফতার জাতির জন্য অমর্যাদাকর বলে মনে করে ওয়ার্কার্স পার্টি।

শুক্রবার (২১ আগস্ট) বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা এক সংবাদ বিবৃতিতে এ মন্তব্য করেন।



সাংবাদিক প্রবীর শিকদারের জামিনে মুক্তিকে স্বাগত জানিয়ে নেতারা বলেন, শহীদ পরিবারের সন্তান সাংবাদিক প্রবীরের গ্রেফতার জাতির জন্য অমর্যাদাকর। তার বিরুদ্ধে যে মামলা করা হয়েছে তা থেকে তাকে দ্রুত অব্যাহতি দেওয়া হোক।

এছাড়া সাম্প্রতিক সময়ে ক্রসফায়ারের মাধ্যমে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে।

মেনন-বাদশা বলেন, গত কয়েকদিনে আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক বন্দুকযুদ্ধের নামে ক্রসফায়ারে ছাত্রলীগ-যুবলীগসহ কয়েকজনের মৃত্যু হয়েছে। এটি উদ্বেগের। এমনটি দুর্ভাগ্যজনক।

তারা বলেন, ওয়ার্কার্স পার্টি মনে করে, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিচারবহির্ভূত হত্যা কোনো সমাধান নয়। এতে সমাজে আইনের শাসন প্রতিষ্ঠার পরিবর্তে বিচারহীনতার সংস্কৃতি তৈরি হয়। যা কারো জন্য মঙ্গলজনক নয়।

বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।